ঢাকায় আসছেন আইমা বেগ

ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। 'রুল দ্য ওয়ার্ল্ড' কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি।
কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেন, শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে 'রুল দ্য ওয়ার্ল্ড' কনসার্টে গান শোনাবেন আইমা।
২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আইমা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন।
তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।