দ্বিতীয় দিনের মতো ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি। আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত করা যাবে বলে আশাবাদ রাখি।’
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। আজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে এই সংলাপ শুরু হয়। সংলাপ শুরুর আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের আলোচনা যে পর্যায়ে ছিল, আজকে সেখান থেকে পুনরায় আলোচনা শুরু হবে।’
রোববার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪০