বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:০২, ২৪ এপ্রিল ২০২৫

গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন চালু হয়েছিল: আলী রীয়াজ

গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন চালু হয়েছিল: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্রজনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত ৫৩ বছর যাবত বাংলাদেশের শাসন কাঠামোয় একধরনের গণতন্ত্রের ঘাটতি আমরা লক্ষ্য করছি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারাই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আমজনতার দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সেকারণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যাতে করে আমাদের পুনর্বার সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়, পুনর্বার যাতে প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মোকাবিলা করতে না হয়।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে অগ্রসর হয়েছি, তার নিপীড়ন মোকাবিলা করেছি সকলেই; প্রত্যেকটি নাগরিক, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বাইরে যারা- তারা সকলেই মোকাবিলা করেছেন।’

আলী রীয়াজ বলেন, ‘আপনারা মতামতের অনেকক্ষেত্রে আমাদের সুপারিশগুলোর বিষয়ে একমত প্রকাশ করেছেন। কিছু বিষয়ে ভিন্নমত আছে, কিছু বিষয়ে আংশিকভাবে একমত প্রকাশ করেছেন। যে সমস্ত বিষয়ে একমত প্রকাশ করেছন তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে তা নিয়ে কথা বলব, আমাদের থেকে ব্যাখা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের বক্তব্য শুনব।’

আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান ও সাধারণ সম্পাদক তারেক রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ