বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আল-কামাল শেখ (১৯), আলভি হোসেন জুনায়েদ (১৯) ও আল-আমিন সানি (১৯)।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান নিউজমেটকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরভেজকে হত্যা করা হয়।
এ ঘটনায় শনিবার রাতেই নিহত পারভেজের মামাতো ভাই মো. হুমায়ুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন।
পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা সাড়ে ১২টার দিকে পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে নেওয়া হয়।
এদিকে, গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেন, পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে দায়ী করেন তিনি।
রাকিবুলের এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা গতকাল রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্রদল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন।