বেলজিয়ামে ভারতীয় ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতের পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে। ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য ভারত বেলজিয়ামের কাছে আবেদন জানিয়েছিল। মেহুল চোক্সী আপাতত বেলজিয়ামের জেলে রয়েছেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
চোক্সীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার ৮৫০ কোটি রুপি তছরুপের অভিযোগ রয়েছে। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালিয়ে যান চোক্সী। ক্যারিবীয় সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বার্বুডার নাগরিকত্ব নেন। এরপর বেলজিয়ান স্ত্রীর সহযোগিতায় ২০২৩ সালে ‘রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে বসবাস শুরু করেন চোক্সী।
গত মাস চোক্সীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সঙ্গে সে বিষয়ে আলোচনাও শুরু হয়। ২০১৮ সালের ২৩ মে এবং ২০২১ সালের ১৫ জুন মুম্বইয়ের আদালত চোক্সীর বিরুদ্ধে দুইটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই পরোয়ানাতেই গ্রেপ্তার করা হয়েছে চোক্সীকে।