বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল
বাংলাদেশের পাসপোর্টে `একসেপ্ট ইসরায়েল` বা `ইসরায়েল ব্যতীত` শর্ত পুণরায় বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে `পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহালের` জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।