শনিবার   ০৩ মে ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২

Advertisement

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:৩২, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৮, ১৯ এপ্রিল ২০২৫

নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার হলো শিশুটির মরদেহ

নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার হলো শিশুটির মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় খালে পড়ে নিখোঁজ ছয় মাসের শিশু সেহরিশের লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে কাপাসগোলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ।

শুক্রবার রাত ৮টার দিকে মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী সেহরিশসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা খালে পড়ে যায়। মা ও দাদি খাল থেকে উঠে এলেও সেহরিশের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শিশুটিকে উদ্ধারে গতকাল সিটি করপোরেশন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। রাত তিনটা পর্যন্ত খালের বিভিন্ন অংশে নেমে ডুবুরিরা তল্লাশি করেন। এরপর আজ সকাল সাতটায় নৌবাহিনী পুনরায় অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত ফায়ার সার্ভিসের লিডার খলিলুর রহমান নিউজমেটকে বলেন, সকালে সেহরিশের লাশ চাক্তাই খালে ভেসে ওঠে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ