বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ১০:১৬, ২৩ এপ্রিল ২০২৫

দীর্ঘ ৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা

১৫ বছর পর চবি চারুকলা ফিরছে মূল ক্যাম্পাসে

১৫ বছর পর চবি চারুকলা ফিরছে মূল ক্যাম্পাসে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটের কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: সংগৃহীত

চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে সোমবার আমরণ অনশনে বসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওই অনুষদের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ায় দীর্ঘ ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে অনশন ভাঙেন তাঁরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ইনস্টিটিউটের কার্যক্রম মূল ক্যাম্পাসে ফিরছে।

গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় এবং রাত ১১টায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। আজ বুধবার থেকেই চারুকলা মূল ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো:

চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে।

চারুকলা ইনস্টিটিউটের বর্তমান স্থাপনাসমূহ, আর্কাইভ, আর্ট গ্যালারি, চারুকলার প্রদর্শনীসমূহ, ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রয়িং ও পেইন্টিং, প্রিন্ট মেকিং, সিরামিকস- এই চারটি নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু হবে।

চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীন চারুকলার সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তি দখল বা বেদখলের সাথে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট ও সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. নেছারুল করিম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার আব্দুস সবুর। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'জরুরি সিন্ডিকেট সভায় শহরস্থ চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হয়। আমরা দীর্ঘ চেষ্টার পর শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সফল হয়েছি। বুধবার থেকে চারুকলা ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে।'

প্রসঙ্গত, সোমবার দুপুরে চারুকলা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে তাঁরা আমরণ অনশনের ডাক দেন। সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট সভার ডাক দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ