রাউজানে গুলিতে বিএনপি কর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মানিক আব্দুল্লাহ নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। তার মুখে ও পায়ে গুলি করা হয়।
শনিবার গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম নিউজমেটকে বলেন, ‘নিহত মানিক স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জেনেছি। রাতে মানিক প্রতিবেশীর বাড়িতে ভাত খেতে গিয়েছিলেন। এসময় দুর্বৃত্তরা গিয়ে মানিককে গুলি করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’