হাসিনার দোসররাই ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়: রিজভী

অন্তর্বর্তী সরকার নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচারের ঘাপটি মেরে থাকা দোসররাই ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে।
আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরিদর্শনকালে রিজভীর সঙ্গে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও দেশের ভেতর ঘাপটি মেরে আছে। তাদের কাছে আছে ব্যাংক লুটসহ অবৈধভাবে আয় করা বিপুল অংকের টাকা; আছে অস্ত্র। এর জোরে তারা দেশের ভেতর নানাভাবে নাশকতা করে যাচ্ছে।
১৬ এপ্রিল মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থী এবারের বর্ষবরণের আয়োজনে মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য তাকে হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর তার বাড়িতে আগুন দেওয়া হয়। মানবেন্দ্র নাম ও পরিচয় না দিয়ে এ ঘটনায় মামলা করেন।