বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২

Advertisement

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৬, ২২ এপ্রিল ২০২৫

সাবেক আইজিপি বেনজীরের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’

সাবেক আইজিপি বেনজীরের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি

আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক সাগর নিউজমেট বিডি ডটকমকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম।

তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিসের তালিকায় এখনো বেনজীর আহমেদের ছবি বা নাম দেখা যাচ্ছে না।

এআইজি এনামুল হক সাগর নিউজমেট বিডি ডটকমকে বলেন, ‘ইন্টারপোলের ওয়েবসাইটে অধিকাংশ রেড নোটিস নিয়ন্ত্রিত, শুধু আইনপ্রয়োগকারী সংস্থা দেখতে পারে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে বেনজীর আহমেদের নামও সেখানে দেখা যাবে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ