পারভেজ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মেহেরাজ ইসলাম ও মাহাথির হাসান। মেহেরাজ হত্যা মামলার এজাহারভুক্ত এক নাম্বার ও মাহাথির তিন নাম্বার আসামি।
মেহেরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি গাজীপুরের কাপাশিয়া উপজেলার কাপাশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার হন মাহাথির। পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।
মেহেরাজকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তর। আর মাহাথিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
এর আগে সোমবার কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার হন এজাহারনামীয় আরেক আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী। র্যাব-১১-এর সহযোগিতায় তিতাস থানা পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।
এ ঘটনায় আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি নামে আরও তিনজন গ্রেপ্তার আছেন। তবে তাঁরাএজাহারনামীয় আসামি না। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে দেখা যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।